শত্রুতা কমাতে নির্বাচিত হতে যাওয়া গ্রীস সরকারের সাথে কাজ করবে তুরস্ক।
বুধবার (১৪ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এক সংবাদ সম্মেলনে একথা জানান।
সাংবাদিকরা এরদোগানকে প্রশ্ন করেন, ২৫ জুন গ্রীসের জাতীয় নির্বাচন। প্রধানমন্ত্রী পদপ্রার্থী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, তিনি যদি জয়ী হোন তবে দ্বিপাক্ষিক ইস্যুতে জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনে আপনার সাথে সাক্ষাতের চেষ্টা করবেন। এক্ষেত্রে নতুন মেয়াদের গ্রীস সরকারের সাথে তুরস্কের ভূমিকা কেমন হবে?
জবাবে এরদোগান বলেন, ২৮ মে দ্বিতীয় দফায় বিজয়ী হওয়ার পর মিতসোতাকিস আমাকে ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন। আসন্ন ন্যাটো সম্মেলনে আমরাও তার সাথে বৈঠকে আগ্রহী।
তিনি আরো বলেন, আমরা উভয়েই প্রতিবেশী রাষ্ট্র। সম্পর্ক অবনতির কারণে দীর্ঘদিন যাবত আমাদের মাঝে কোনো আলাপ আলোচনা নেই। আমরা চাইবো আমাদের মধ্যকার শত্রুতা কমিয়ে আনতে, বাড়াতে নয়। এজন্য তার সাথে বৈঠকে বসাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য।
সূত্র: ডেইলি সাবাহ এরাবিক











