বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

শতাব্দীর বড় বিপর্যয় সত্ত্বেও তুরস্কের রপ্তানি তার শক্তিশালী স্থান ধরে রেখেছে: এরদোগান

শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয় ঘটে যাওয়া সত্ত্বেও তুরস্কের রপ্তানি তাদের শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

গত শনিবার (১৮ জুন) তুরস্কের রাজধানী আঙ্কারায় ‘এক্সপোর্ট চ্যাম্পিয়ন্স এওয়ার্ড’ এর ৩০ তম সাধারণ পরিষদে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, “বৈশ্বিক নেতিবাচক অর্থনৈতিক অবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও আমরা ২০২৩ অর্থবছরের শেষ নাগাদ তুরস্কের রপ্তানি ২৬৫ বিলিয়ন ডলার ও পরের বছর ২৮৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই।”

তিনি বলেন, বিশ্বের দূরবর্তী স্থানে আমরা যেসব তুরস্কের পণ্য দেখতে পাই তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের রপ্তানিকারকরা।

এরদোগান তুরস্কের নেতিবাচক অর্থনীতির কারণ হিসেবে গত ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের প্রভাবের কথাও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, তুরস্কের অর্থনীতিতে ভূমিকম্পের ফলে যে বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছিল তা দিন দিন কমে আসছে।

এরদোগান বলেন, “২০২৮ সালে রপ্তানিতে আমাদের লক্ষ্য ৪০০ বিলিয়ন ডলার অতিক্রম করা।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ