তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শহরের আসন্ন মেয়র নির্বাচনে নিজ দলকে বিজয় দেখতে চান দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
বুধবার (২১ জুন) সাক্ষাতকার শেষে তুরস্কের বিশিষ্ট সাংবাদিক আব্দুল কাদের সিলভী এরদোগানের এই আকাঙ্খার কথা জানান।
তিনি বলেন, প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভরাডুবি নিয়ে বিরোধীরা এখনো হিসাব-নিকাশ ও বাকবিতন্ডায় ব্যস্ত। পক্ষান্তরে প্রেসিডেন্ট এরদোগান স্থানীয় নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন।
১৪ ও ২৮ মে’র নির্বাচন পরবর্তী ‘পরিকল্পনা মূল্যায়ন’ সম্পর্কিত দলীয় বৈঠকেই তিনি নেতাকর্মীদের সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।
বৈঠকে তিনি বলেছিলেন, আমাদের এখনকার মূল এজেন্ডা হলো আসন্ন স্থানীয় নির্বাচন। নির্বাচনে বিজয়ী হতে আমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ইস্তাম্বুল ও আঙ্কারাকে নিয়ে আমি আশাবাদী। বিরোধীদের মাঝে এখনো মতবিরোধ বিরাজ করছে। প্রার্থী ও দলীয় বিষয়ে মতবিরোধ চলছে তাদের মাঝে। বর্তমানে আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ইস্তাম্বুল ও আঙ্কারা কাউন্সিলও আমাদের নিয়ন্ত্রণে। গুরুত্বপূর্ণ এই দুটি শহর বিজয়ের সব উপাদানই আমাদের মাঝে রয়েছে।
উল্লেখ্য, মহানগর, নগর ও গ্রামের নির্বাচনকে স্থানীয় নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়। এই ৩ ক্যাটাগরির এলাকায় বসবাসকারী লোকজন এলাকা অনুযায়ী ৪ ধরণের প্রার্থীদের নির্বাচিত করতে ভোট প্রদান করেন। আর শহরের মর্যাদা না পাওয়া এলাকার বা গ্রামের বাসিন্দারা ২ধরণের প্রার্থীদের নির্বাচিত করতে ভোট প্রদান করতে পারেন।
যেমন মেট্রোপলিটন সিটি বা মহানগরের লোকজন মেট্রোপলিটন মিউনিসিপালিটি মেয়র, ডিস্ট্রিক্ট মেয়র, মিউনিসিপ্যাল কাউন্সিল মেম্বার ও মুখতার পদপ্রার্থীদের নির্বাচিত করতে ভোট প্রদান করেন।
আর শুধু সিটি বা নগরে বসবাসকারী লোকজন মেয়র, মিউনিসিপ্যাল কাউন্সিল মেম্বার, প্রদেশিক সংসদ সদস্য ও মুখতার পদপ্রার্থীদের নির্বাচিত করতে ভোট প্রদান করেন।
ভিলেজ বা গ্রামে বসবাসকারীরা শুধুমাত্র প্রদেশিক সংসদ সদস্য ও মুখতার পদপ্রার্থীদের নির্বাচিত করার উদ্দেশ্যে ভোট প্রদান করতে পারেন।
তুরস্কে মহানগর ও নগরের মধ্যে পার্থক্য সাব্যস্ত করা হয় জনসংখ্যার ভিত্তিতে। যেসব নগর বা শহরে ৭ লক্ষ ৫০ হাজারের বেশি নাগরিকের বসবাস সেই শহরকে তুরস্কে মহানগরের মর্যাদা দেওয়া হয়। সংখ্যা এরচেয়ে কম হলে সাধারণ নগর বা শহরের মর্যাদা দেওয়া হয়। তুরস্ক জুড়ে এমন মহানগরের সংখ্যা ৩১টি। আর সাধারণ নগর বা শহরের সংখ্যা ৫০টি।
সূত্র: আখবারু তুর্কিয়া











