মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের পবিত্রতা ও মর্যাদা ক্ষুন্ন করতে পারে এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে প্রতিনিয়ত পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
মঙ্গলবার (২৭ জুন) ঈদ উল আজহা উপলক্ষে ফোন কলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এরদোগান। এসময় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনীর হাতে বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। স্বজন হারানো এসব পরিবারগুলো দুঃখের সাথে আরও একটি ঈদ পালন করতে যাচ্ছে। এ পরিবারগুলোকে ধৈর্যধারণ ও শহীদ ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এরদোগান।
উল্লেখ্য, গত সোমবার দখলদার ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের জেনিন অবস্থিত একটি শরণার্থী শিবিরে একাধিকবার বিমান হামলা চালায়। এতে ৭ জন ফিলিস্তিনি নিহত হয়। যার মধ্যে ২ নাবালক শিশু ও রয়েছে। এছাড়াও প্রায় ৯০ জন ফিলিস্তিনি ঘটনাস্থলেই আহত হন।
উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বছরের শুরু হতে ইসরাইলি বাহিনীর হাতে কমপক্ষে ১৭০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যার মধ্যে ৩৬ জন শিশু রয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











