সুইডেনকে ন্যাটোর সদস্য হিসেবে অনুমোদন দিতে রাজি হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।
সোমবার (১০ জুলাই) ন্যাটো মহাসচিব সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আজ এক ঐতিহাসিক দিন! আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রেসিডেন্ট এরদোগান খুব শীঘ্রই ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়টি তুরস্কের পার্লামেন্টে উত্থাপনের মাধ্যমে এর অনুমোদন নিশ্চিত করবেন।”
রোববার (৯ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপ করেন এরদোগান। এ ফোনকলে সুইডেনকে ন্যাটোর সদস্য হিসেবে গ্রহণের আহ্বান জানান বাইডেন। আর তাদের এই ফোনকলের একদিন পরই ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়টির ঘোষণা দেন স্টলটেনবার্গ।
এর পূর্বে আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে সুইডেনকে ন্যাটোতে মেনে নেওয়ার জন্য বেশ কিছু দাবি জানান তুরস্কের প্রেসিডেন্ট। যার মধ্যে অন্যতম দাবী ছিল ইউরোপীয় ইউনিয়নে তুরস্ককে অন্তর্ভুক্ত করলে সুইডেনকে ন্যাটোতে মেনে নেবে আঙ্কারা।
উল্লেখ্য, ন্যাটোতে যোগদানের জন্য এর প্রত্যেক সদস্যের অনুমতি নিশ্চিত করতে হয়। যার দরুন গত বছর থেকে সন্ত্রাসীদের আশ্রয় প্রদানের কারণে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি আটকে রেখেছিল তুরস্ক।
সূত্র: আল জাজিরা











