ন্যাটো সম্মেলনের মাঝে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
মঙ্গলবার (১১ জুলাই) লিথুনিয়ায় ন্যাটো সম্মেলনের মাঝে ফ্রান্স, জার্মানি, ইতালি ব্রিটেন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধানদের সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হোন তিনি।
এক টুইট বার্তায় এসব বৈঠকের ব্যাপারে এরদোগান বলেন, আজকের দ্বিপাক্ষিক বৈঠকগুলো ইতিবাচক ছিলো।
ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠকের ব্যাপারে অপর এক টুইট বার্তায় বলেন, ম্যাক্রোর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশাকরি এই আলোচনা আমাদের দু’দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠকের ব্যাপারে বলেন, ন্যাটোর ফ্রেমওয়ার্কের আওতায় আমরা একত্রে কাজ চালিয়ে যাবো। তবে ঘনিষ্ঠতা বজায় রাখার পাশাপাশি আমরা আমাদের মিত্রদের সাধ্যমতো সহায়তাও করে থাকি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাতের বিষয়ে এরদোগান বলেন, আশা করি তার সাথে আলোচনা আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সাথে বৈঠকের ব্যাপারে বলেন, আমাদের মাঝে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠককে সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি আমরা।
এছাড়াও জার্মানির প্রেসিডেন্ট ওলোফ শুলজ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথেও আলোচনাও ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
সূত্র: ডেইলি সাবাহ এরাবিক











