বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

এবার কি তাহলে এফ-১৬ যুদ্ধবিমান পেতে যাচ্ছে তুরস্ক?

মার্কিন কংগ্রেসের সাথে পরামর্শের মাধ্যমে তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রয়ের বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবে ওয়াশিংটন বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান উপদেষ্টা জেক সুলিভান।

তুরস্ক কতৃক সুইডেনকে ন্যাটোতে যোগদানের ইতিবাচক ইঙ্গিত দেওয়ার ঠিক একদিন পরই এমন বিবৃতি এল যুক্তরাষ্ট্রের কাছ থেকে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, “ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়ে আমি তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

এছাড়াও গত রাতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলেরের সাথে একটি ফোনালাপে আঙ্কারার সামরিক আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।

যদিও ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু হওয়ার পূর্বে তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, সুইডেনের ন্যাটো সদস্য পদের অনুমোদনের সাথে এফ-১৬ যুদ্ধবিমানকে সংযুক্ত করা উচিত হবে না।

আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই এফ-১৬ যুদ্ধবিমানের বিষয়ে একটি বৈঠকে বসতে যাচ্ছে এরদোগান ও বাইডেন।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের তৈরি ৪০ টি এফ-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি ৮০টি যুদ্ধবিমান মডার্নেজেশন কিট কেনার আগ্রহ প্রকাশ করে তুরস্ক। যা প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও ডি ডাব্লিউ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ