সংযুক্ত আরব আমিরাতের সাথে শক্তিশালী দ্বীপাক্ষিক সম্পর্ক গড়ার লক্ষ্যে ইতিমধ্যে আবুধাবিতে অবতরণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
এসময় তাদের স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রধানমন্ত্রী মনসুর বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়াও তাকে স্বাগত জানান দেশটির বিনিয়োগ মন্ত্রী ও তুরস্কে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইদ আল দাহেরি।
আজ বুধবার (১৯ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে বসবেন এরদোগান।
২০২১ সালের নভেম্বরে আঙ্কারা সফরে আরব আমিরাতের প্রেসিডেন্ট তুরস্কে ১০ বিলিয়ন ডলার অর্থ বিনিয়োগের ঘোষণা। আশা করা হচ্ছে এই বৈঠকে এ বিষয়টির উপর আলোচনা করবেন উভয়ই।
উল্লেখ্য; গত সপ্তাহে একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্ট এরদোগান জানান, “অতীতের বৈঠক গুলির দ্বারা উপসাগরীয় দেশগুলো থেকে বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে তুরস্ক। যা এই সফরে চূড়ান্ত হতে যাচ্ছে।”
সূত্র: এ এন আই নিউজ











