বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

বারবার কুরআন পোড়ানো বন্ধে ডেনমার্ককে অবশ্যই ব্যবস্থা নিতে হবে: তুরস্ক

বারবার কুরআন পোড়ানো বন্ধে ডেনমার্ককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে তুরস্ক।

সোমবার (২৪ জুলাই) রাজধানী কোপেনহেগেনে ইরানের দূতাবাসের সামনে কুরআন পুড়ানোর ঘটনায় নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, বারবার পবিত্র ধর্মগ্রন্থের উপর জঘন্য হামলার ঘটনায় আমরা ডেনমার্কের তীব্র নিন্দা জানাই। পবিত্র ধর্ম ইসলাম ও এর কোটি কোটি অনুসারীদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, বিদ্বেষ বাড়ায় এমন কাজ এবং বারবার কুরআন পোড়ানো বন্ধে ডেনমার্ক সরকারকে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, কট্টর ইসলাম বিদ্বেষী ডেনিশ প্যাট্রিয়ট নামের একটি গ্রুপের সদস্য ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ২টি কুরআন পুড়িয়ে ফেলে। এই গ্রুপটি প্রায়শই ইসলামের প্রতি বিদ্বেষ বশত বিভিন্ন ধরণের জঘন্য ও নিন্দনীয় কাজ করে থাকে। গ্রুপটি ডেনমার্কে তাদের অতিমাত্রায় ইসলাম বিদ্বেষ ও অতি জাতীয়তাবাদী কর্মকাণ্ডের জন্য পরিচিত।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ