ফিলিস্তিনের উন্নয়ন ও সেখানকার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, “অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধের জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা ফিলিস্তিনি জনগণের পাশে থাকার চেষ্টা করছি।”
তিনি আরো বলেন, “ফিলিস্তিনে অবস্থিত আল-আকসা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা গুলোর পরিবর্তন আমরা কখনোই মেনে নিব না।”
তিনি বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের হস্তক্ষেপ করা এখন সময়ের দাবি।
এরদোগান আরো বলেন, “১৯৬৭ সালের নির্ধারিত সীমানা অনুযায়ী পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনে রাষ্ট্র ঘোষণা করা উচিত। যেটি অত্র অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে একমাত্র কার্যকর উদ্যোগ।”
এছাড়াও বৈঠকে ইসরাইল-ফিলিস্তিনি ইস্যুর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের বিষয়েও আলোচনা করেছেন এ দুই নেতা।
উল্লেখ্য; এ সপ্তাতেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তুরস্ক সফরের কথা ছিল। তবে অসুস্থ জনিত কারণে আপাতত এটি স্থগিত করেছেন তিনি।
সূত্র: মিডল ইস্ট মনিটর











