মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

১৯ দিনব্যাপী চুনতী সীরাত মাহফিলের শেষ দিনে লাখো মানুষের ঢল

মাহবুবুল মান্নান

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী ৫৩ তম আন্তর্জাতিক সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে লাাখো মুসল্লীর অংশগ্রহণে আখেরি মুনাজাতে মাধ্যমে সমাপ্ত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম আরাম্ভ হয়। সোমবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় আখেরি মুনাজাত পরিচালনা করেন মাওলানা ড. এনায়েত উল্লাহ আব্বাসী।

জানা যায়, বিশ্বশান্তি কামনায় ও পৃথিবীর বিভিন্ন দেশের নির্যাতিত (বিশেষ করে ফিলিস্তিন) মুসলমানদের জন্য দোয়া করার সময় মুসল্লিদের কান্নার আওয়াজে সীরাত ময়দানের পরিবেশ ভারি হয়ে ওঠে। এছাড়া বাংলাদেশসহ সারা বিশ্বে নিপিড়িত মজলুম আলেমদের জন্যও দোয়া করা হয়।

আরও জানা যায়, বুধবার থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর (সোমবার) একটানা ১৯দিন আখেরি মুনাজাতের আগ পর্যন্ত চলে নির্ধারিত বিষয়ে দেশের খ্যতনামা আলেমগণের আলোচনা।

চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় সমাপনী দিবসে আলোচনা করেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ,বায়তুশ শরফের পীর মাওলানা আব্দুল হাই নদভী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মাওলানা ড.আ ক ম আব্দুল কাদের,মাওলানা ড.গিয়াসউদ্দিন তালুকদার, চট্টগ্রাম ইসলামি বিশ্বিবদ্যালয়ের লেকচারার ও জিরি মাদরাসার মুহাদ্দিস মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা লুৎফর রহমান (লক্ষীপুর),মাওলানা ড.আব্দুল কাদের নিজামী, মাওলানা ড.এনায়েত উল্লাহ আব্বাসী,মাওলানা ড. এহসান উল্লাহ আব্বাসী,চট্টগ্রাম সীতাকুণ্ড কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, মাওলানা ড.শহিদুল ইসলাম বারাকাতি, কাজী মাওলানা নাছির উদ্দিন, মাওলানা লোকমান হাকিম জিহাদি ও মাওলানা ফানা ফিল্লাহ বিন আযাদ প্রমুখ।

উল্লেখ; আশেকে রাসুল খ্যাত হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (র.) (প্রকাশ শাহ সাহেব) কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসে সর্বপ্রথম বিভিন্ন মাসলাকের আলেম-ওলামা, পীর মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও স্কলারদের একই প্ল্যাটফরম জড়ো করে ১৯৭২ সালে এই মাহফিলের প্রবর্তন করেন। এই মাহফিলে ৫৩ বছর ধরে দেশে শীর্ষস্থানীয় আলেমগন প্রতিবছর ধারাবাহিকভাবে আলোচনা করে আসছেন। মাহফিল এতদঞ্চলে নবীপ্রেমিক মুসলমানদের মিলনস্থল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এছাড়া প্রতিবছর টানা ১৯ দিন মাহফিল কতৃপক্ষের পক্ষ থেকে মাহফিলে আগত ধর্মপ্রাণ হাজার হাজার মানুষের খানাপিনার ব্যবস্থাও করা হয়।

আখেরি মুনাজাতে ১৩ একর আয়তনের সীরাত ময়দান ছাড়িয়ে লোকে লোকারণ্য হয়ে যায় আশপাশের গ্রাম ও রাস্তা-ঘাট।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ