মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় ধ্বংসস্তূপের নীচে এক হাজারেরও বেশি মানুষ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ধ্বংসস্তূপের নিচে এক হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে আছেন। ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনের উদ্ধারকারী দলের বরাতে আল জাজিরা জানিয়েছে, গাজ্জায় ইসরাইলের বোমা হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন ভবনের নিচে এক হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে আছে।

এক বিবৃতিতে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স টিম জানায়, ধ্বংসস্তূপে চাপা পড়া এসব মানুষের মধ্যে অধিকাংশই মৃত ও আহত। অনেককে এখান থেকে টেনে বের করা হচ্ছে।

গত সপ্তাহের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে এ পর্যন্ত ইসরাইলের অন্তত ২৮৬ সেনাসহ ১৪০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। এছাড়া বহু মানুষকে বন্দি করে গাজ্জায় নিয়ে গেছে হামাস। অন্যদিকে দখলদার ইসরাইলের পাল্টা হামলায় এ পর্যন্ত গাজ্জায় ২ হাজার ৬৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ