ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর ৩০২ সদস্য ইতোমধ্যে নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দখলদার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে “ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ব্যাপক পরিসরের হামলার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে” বলে মঙ্গলবার জানিয়েছেন। তার এমন হুমকির মাঝেই ইসরাইলী বাহিনীর প্রাণহানির এই পরিসংখ্যান প্রকাশ করেছে আইডিএফ।
এদিকে, যুদ্ধ শুরুর পর থেকে হামাসের হামলায় এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলীদের মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৪০০ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও হাজার হাজার ইসরাইলী।
সূত্র: আলজাজিরা











