শুক্রবার, মে ৯, ২০২৫

যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলকে অভিযুক্ত করেছেন আফ্রিকান ইউনিয়ন প্রধান

spot_imgspot_img

আফ্রিকান ইউনিয়নের প্রধান মুসা ফাকি মাহামাত গাজ্জা উপত্যাকার একটি হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালানোয়
দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করেছেন।

এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে মুসা ফাকি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, গাজ্জার একটি হাসপাতালে ইসরাইলের ভয়াবহ বোমা হামলার ঘটনায় আমাদের নিন্দা জানানোর কোন ভাষা নেই। তাদের বর্বরোচিত হামলায় শত শত মানুষ নিহত হয়েছে।

হামাস পরিচালিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গৃহহীন মানুষদের আশ্রয় দেওয়ায় ইসরাইল ওই হাসপাতাল প্রাঙ্গণে হামলা চালায়। এতে সেখানে কমপক্ষে ৫০০ জন শহীদ হয়।

সূত্র : বাসস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img