বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলে ড্রোন হামলা চালালো ইয়েমেনের হুতিরা

গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের ‘সংবেদনশীল’ স্থান গুলোতে বড় আকারের ড্রোন হামলা চালানোর দাবী জানিয়েছে ইয়েমেনের শিয়াদের সংগঠন হুতি।

সোমবার (৬ নভেম্বর) ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন ‘আল-মাসিরাহ’ দেশটির সশস্ত্র বাহিনীর একটি বিবৃতি উল্লেখ করে বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “গত কয়েক ঘন্টা ধরে দখলকৃত অঞ্চলে ইসরাইলি বাহিনীর বিভিন্ন সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে। ফলে কয়েক ঘন্টার জন্য ইসরাইলি ঘাটি ও বিমানবন্দরের অপারেশন বন্ধ ছিল।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমাদের সশস্ত্র বাহিনী…. ইয়েমেনি জনগণের আহবানে ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে, গাজ্জা উপত্যকায় নৃশংস ইসরাইলি বাহিনীর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাবে।”

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ৩য় বারের মতো ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি সংগঠন। হামলার পর এক বিবৃতিতে হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ