গাজ্জা উপত্যকায় হামাসের সাথে লড়াইয়ে নিহত আরো একজন ইসরাইলি সৈন্যের নাম প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ বছর বয়সী এ সৈন্যের নাম ইলিয়াহো এলমাকায়েস। তিনি দেশটির সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কর্মরত ছিলেন ও গত বুধবারের যুদ্ধে নিহত হন। যেখানে একই সময় আরো ৩ জন সৈনিক গুরুতর আহত হয়েছে।
ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গাজ্জায় স্থল আক্রমণের পর থেকে গত বুধবার পর্যন্ত, মোট ৩১ জন সৈনিক নিহত ও ২৬০ জন আহত হয়েছে। যদিও এ পরিসংখ্যানে বৃহস্পতিবারের যুদ্ধের সর্বশেষ সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।
এদিকে, গাজ্জা শহরে অবস্থিত আল-শিফা হাসপাতালের কাছে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ হামলার পূর্বে আল-শিফা হাসপাতালের অবস্থা ‘বিপর্যয়কর’ বলে জানিয়েছিল ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের (ইউএনআরডব্লিউএ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থা দুইটির মতে, হাসপাতালে আহতদের উপচে পড়া ভিড় ছিল। যার ফলে হাসপাতালের বারান্দা ও মেঝেতে রোগীদের বিছানার ব্যবস্থা করে চিকিৎসা সেবা দিতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্র : আল জাজিরা











