ফিলিস্তিনকে সমর্থন করার দায়ে স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়কমন্ত্রী ইয়ন ব্যালেরাকে বরখাস্ত করেছেন সেদেশের প্রধানমন্ত্রী।
ইউরোপের এ মন্ত্রী একাই গাজ্জায় ইসরাইলি গণহত্যার বিরোধিতা করে আসছিলেন। কয়েক দিন আগে তিনি বলেছেন, সবার সামনে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরাইল।
এর আগে তিনি গাজ্জায় বর্বর আগ্রাসন ও নির্বিচারে নারী, শিশু ও বেসামরিক লোকজন হত্যা করার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তি দাবি করেছিলেন। একই সঙ্গে তিনি ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
ইয়ন ব্যালেরা স্পষ্টভাবে বলেছিলেন, আমাদের নিষ্ক্রিয়তা ইসরাইলকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে। ইউরোপীয় নেতাদের উদ্দেশে সহজ বার্তাটি হলো আমাদেরকে ইসরাইলের এ গণহত্যার সহযোগী বানাবেন না। ইউরোপীয় ইউনিয়নের নামে কোনও কাজ করবেন না।
সূত্র: পার্সটুডে











