রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

হামাস-ইসরাইল চুক্তিকে স্বাগত জানিয়েছে রাশিয়া

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে চার দিনের মানবিক বিরতিতে সমঝোতাকে স্বাগত জানিয়েছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানান।

তিনি বলেন, ইসরাইল এবং হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায় মস্কো। সংঘাত বৃদ্ধির পর থেকে রাশিয়া এই আহ্বান জানিয়ে আসছে।

তিনি বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহ্বানকে বাস্তবায়িত করার জন্য কাতারের প্রচেষ্টার প্রশংসা করেন।

এরআগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইসরাইল ও হামাস চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের তারিখ আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ