রাশিয়ার আক্রমণে ইউক্রেনে বেসামরিক মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (২১ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে যারা নিহত হয়েছে তাদের প্রায় অর্ধেকই যুদ্ধ ক্ষেত্রে থেকে বেশ দূরে অবস্থান করছিল। এর কারণ হিসেবে বলা হয়, রাশিয়া এক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পরে বিস্ফোরিত হয় এমন বিস্ফোরক ব্যবহার করেছে।
ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মিশরের প্রধান ড্যানিয়েলা বেল বলেন, বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ১০ হাজারের মাইলফলক পেরিয়ে যাওয়া নিশ্চিতভাবেই ইউক্রেনের জন্য বিষাদের।
তিনি আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এ যুদ্ধ ২১তম মাসে প্রবেশ করছে এবং একটি দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।
রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছে।











