রবিবার, মে ১১, ২০২৫

কিউবার প্রেসিডেন্টের নেতৃত্বে ইসরাইলবিরোধী বিক্ষোভ

spot_imgspot_img

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গণহত্যার নিন্দা জানিয়ে কিউবাতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে দেশটির হাজার হাজার নাগরিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল ও প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো। এ সময় ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে হাজার হাজার বিক্ষোভকারীর মুখে উচ্চারিত হয় ফিলিস্তিনিদের মুক্তির বাণী।

ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত মিছিলটি হাভানার সমুদ্র তীরবর্তী রাস্তা ধরে এগিয়ে যায় মার্কিন দূতাবাসের সামনে। বিশ্লেষকরা বলছেন, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এমন মিছিল দেখা যায়নি কিউবাতে।

প্রসঙ্গত, কয়েক দশক ধরে ফিলিস্তিনকে সমর্থন করে আসছে কিউবা। সেই সঙ্গে ২০০’র বেশি ফিলিস্তিনি চিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছে দেশটি।

বিক্ষোভে অংশ নেওয়া অ্যানেট রদ্রিগেজ নামে একজন অধ্যাপক বলেন, ইসরাইলকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি দায়ী। তারা ফিলিস্তিনে গণহত্যাকে সমর্থন করছে যেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে।

সূত্র: প্রেস টিভি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img