সামনে আসলো এডেন উপসাগরে ইসরাইলী ট্যাংকার জাহাজ আটককারীদের পরিচয়। সোমবার (২৭ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, এডেন উপসাগরে ‘সেন্ট্রাল পার্ক’ জাহাজে আক্রমণ ও আটকের ঘটনাটি জলদস্যুদের কাজ। সোমালিয়ান জলদস্যুরা ট্যাংকার জাহাজটিতে আক্রমণ করেছিলো। মার্কিন নৌবাহিনী আক্রমণকারীদের গ্রেফতারের মাধ্যমে জাহাজটিকে নিরাপদ করতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, উদ্ধার অভিযানে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইয়েমেনের মিসাইল হামলার মুখোমুখি হয়। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন ভূখণ্ড থেকে ২টি ব্যালেস্টিক মিসাইল উড়ে আসে। কিন্তু তা যুদ্ধজাহাজের পাশে বিধ্বস্ত হয়।
উল্লেখ্য, অবৈধ রাষ্ট্র ইসরাইল সংশ্লিষ্ট জোডিয়াক মেরিটাইম কোম্পানির সেন্ট্রাল পার্ক ট্যাংকার জাহাজটি রবিবার (২৬ নভেম্বর) ইয়েমেন ও সোমালিয়ার অদূরে এডেন উপসাগরে আক্রমণ ও আটকের শিকার হয়।
জাহাজ আটকের স্থানটি বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক রুটের অন্যতম। এটি লোহিত সাগর ও আরব সাগরের মধ্যকার একটি প্রাকৃতিক সামুদ্রিক সংযোগ ও সুয়েজ রুটের অন্যতম অংশ। সমুদ্র পথে ইউরোপকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার সাথে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এডেন নামের উপসাগরটি।
উপসাগরটির এক প্রান্তে আফ্রিকার সোমালিয়া ও জিবুতি আর অপর প্রান্তে ইয়েমেনের ভূখণ্ড। পারস্য উপসাগরীয় প্রাকৃতিক তেলের জন্য এডেন উপসাগর বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কেননা বিভিন্ন দেশ নিজ নিজ পরিশোধনাগারে সামুদ্রিক অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম সুয়েজ খাল হয়ে সহজে নিয়ে যেতে এই উপসাগরটি ব্যবহার করে থাকে। পরিমাণে যা ১১ শতাংশ।
সূত্র: আল জাজিরা, এপি











