রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইল আমেরিকার যুদ্ধ ও বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা

 

বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও আমেরিকার যুদ্ধ ও বাণিজ্যিক জাহাজে হামালা চালিয়েছে ইয়েমেনের হুথিদের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ।

রবিবার (৩ ডিসেম্বর) লোহিত সাগরে এই হামলার ঘটনা ঘটে।

হুথিদের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় যে, বাব আল মানদাব প্রণালী দিয়ে অতিক্রমকারী ২টি ইসরাইলী জাহাজকে আমরা আমাদের হামলার লক্ষ্যবস্তু বানিয়েছি। তন্মধ্যে একটিতে ব্যালেস্টিক মিসাইল ও অপরটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। গাজ্জায় সন্ত্রাসী ইসরাইলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের নৌ-সেনারা ইসরাইলী জাহাজে হামলা অব্যাহত রাখবে।

সমুদ্রে গোয়েন্দা নজরদারি ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রতিষ্ঠান আম্ব্রের পক্ষ থেকে বলা হয়, আজ লোহিত সাগরে ২টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। তন্মধ্যে একটিতে বাহামার পতাকা টাঙানো ছিলো। ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে জাহাজে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছিলো।

এছাড়া ইসরাইল মিলিটারীর পক্ষ থেকে জানানো হয় যে, লোহিত সাগরে আজ যে ২টি জাহাজ হুথিদের হামলার শিকার হয়েছে তন্মধ্যে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার জাহাজটি ব্রিটেনের মালিকানাধীন একটি কোম্পানির। ইসরাইলের সাথে এর কোনো সম্পর্ক নেই। তুলনামূলক কম ক্ষয়ক্ষতির শিকার জাহাজটি একটি কোম্পানিকে লিজ দেওয়া হয়েছিলো, যাতে ইসরাইলের আংশিক মালিকানা রয়েছে।

হামলার বিষয়ে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, লোহিত সাগরে অবস্থানরত আমাদের যুদ্ধ জাহাজ ডেস্ট্রোয়ার ইউএসএস ক্যারনি এক বাণিজ্যিক জাহাজ থেকে সাহায্য আবেদনের বার্তা পায়। এর আগে দক্ষিণ লোহিত সাগর অভিমুখে একটি ব্যালেস্টিক মিসাইল ও কয়েকটি ড্রোন উড়ে যেতে দেখে।

এছাড়া সাহয্যের জন্য এগিয়ে যাওয়ার সময় হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন ভূখণ্ড থেকে আমাদের জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। তবে ড্রোন আমাদের যুদ্ধ জাহাজে আঘাত হানতে পারেনি। এর আগেই ড্রোনগুলো ধ্বংস করে দেওয়া হয়। এই হামলায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সংবাদ মাধ্যমের তথ্যমতে, হামলার শিকার জাহাজ ২টি বাহামা ও পানামার পতাকাবাহী ছিলো। বাহামার পতাকাবাহী জাহাজটির নাম, নাম্বার ৯ ও পানামার পতাকাবাহী জাহজটির নাম, ইউনিটি এক্সপ্লোরার।

উল্লেখ্য, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৫ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি ও আহত হয়েছেন ৪১ হাজার ৩১৬ জন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ