তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার দুই দিন পর মারা গেছেন দেশটির বিরোধীদলীয় আইনপ্রণেতা হাসান বিতমেজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় মারা গেছেন তিনি। গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টে গাজ্জা যুদ্ধ নিয়ে ইসরাইল সরকারের নীতির তীব্র সমালোচনা করে বক্তৃতা শেষ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৫৪ বছর বয়সী এই এমপি।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরাতিন কোকা জানান, বিরোধী ফেলিসিটি (সাদাত) পার্টির সংসদ সদস্য হাসান বিতমেজ আঙ্কারা সিটি হাসপাতালে মারা গেছেন। তুরস্কের পার্লামেন্টের ওয়েবসাইটে দেওয়া এই আইনপ্রণেতার জীবনীতে লেখা হয়েছে, মিসরের কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছিলেন তিনি। পরে দেশের রাজনীতিতে যোগ দেন।











