বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

অসলোতে গাজ্জায় ইসরাইলী গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

নরওয়ের অসলোতে স্ক্যান্ডিনেভিয়ান ও বেনেলাক্স দেশগুলির সাথে অনুষ্ঠিত বৈঠকে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান ইসরাইলী গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

এ বৈঠকে আরো আমন্ত্রণ জানানো হয় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি ও আরব লীগের সদস্যদের।

বৈঠকে গাজ্জায় অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা প্রদান ও অবরুদ্ধ ছিটমহলে জরুরি মানবিক ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বলা হয়েছে।

এছাড়াও গাজ্জায় নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরাইলকে দায়ী করা হয়েছে।

বৈঠকে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছে ওআইসি ও আরব লীগের সদস্যরা।

প্রসঙ্গত, নর্ডিক ও বেনেলাক্স দেশগুলো বিভিন্ন ইস্যুতে মধ্যস্থতা, আন্তর্জাতিক আইন ও মানবিক ইস্যুতে ঐতিহ্যগতভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

বিশ্লেষকরা বলছেন, ওআইসি, আরব লীগ, স্ক্যান্ডিনেভিয়ান ও বেনেলাক্স দেশগুলির মধ্যে বৈঠক পশ্চিম ইউরোপজুড়ে গাজ্জা ও ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিষয়ে সচেতনতা তৈরির ইঙ্গিত প্রদান করে।

উল্লেখ্য, বৈঠকে নরওয়ের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফিনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জুক্কা সালোভারা। বেলজিয়াম, ডেনমার্ক, আইসল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন এবং নরওয়ের পক্ষ থেকে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে যোগ দেন।

ওআইসি ও আরব লীগের পক্ষ থেকে যোগ দেন, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি, কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল ছানী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এবং ওআইসি মহাসচিব হুসাইন ইবরাহীম ত্বহা।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ