বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

যুক্তরাজ্যকে সতর্ক করলো তুরস্ক

লোহিত সাগরীয় অঞ্চলে অস্থিরতা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ার বিষয় যুক্তরাজ্যকে সতর্ক করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেই সঙ্গে লোহিত সাগরে উত্তেজনা কমাতে লন্ডনকে তুরস্কের পক্ষ থেকে সহায়তার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরুনের সাথে এক ফোনালাপে এবিষয়ে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি সংগঠনের বিভিন্ন ঘাটি লক্ষ্য করে বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র। তাদের দাবি, লোহিত সাগরে একের পর এক জাহাজকে লক্ষ্যবস্তু করার কারণেই ইয়েমেনের উপর এমন হামলা চালানো হয়েছে। এই হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে দাবানলের মতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ফোনালাপে, এডেন উপসাগরে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ফিদান। কারণ ইতিমধ্যে অত্র অঞ্চল বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

এছাড়াও অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করা প্রয়োজন বলেও জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ