বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

খুলনায় প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা, আহত ১

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শেখ মো. সাদেকুর রহমান রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় পলাশ (৩৪) নামে আরো একজন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) পৌনে ৭টার দিকে খুলনার ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীরা জানায়, আহছানউল্লা কলেজের সামনে দুর্বৃত্তরা ওই দু’জনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা দু’জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রহমান ওরফে বিহারী রানাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, রানার পেটের বাম পাশে এবং গলা ও বাম কানের নিচে মোট তিনটি গুলি লেগেছে।

এদিকে, গোলাগুলির ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম।

তিনি বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img