শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

পুরো আফগানিস্তানের চেয়ে একজন পাকিস্তানির মূল্য বেশি : পাক সেনাপ্রধান

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে পাকিস্তানের। গত এক বছরে পাক-আফগান সম্পর্ক তলানিতে পৌঁছেছে।

পাকিস্তান দাবি করে আসছে তাদের দেশে সন্ত্রাসীদের হামলার সাথে আফগানরা জড়িত। যদিও প্রতিবারই এই দাবি প্রত্যাখ্যান করে তালেবান সরকার জানিয়েছে এসব পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাজ।

এদিকে গত কয়েকদিন আগে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির নতুন করে আফগানিস্তান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল আসিম মুনির বলেন, পুরো আফগানিস্তানের চেয়ে একজন পাকিস্তানির জীবনের মূল্য বেশি। তিনি বলেন, ‘যখন প্রত্যেক পাকিস্তানির নিরাপত্তার বিষয়টি আসে, তখন পুরো আফগানিস্তানকে অভিশপ্ত করে দেওয়া যাবে।’

পাক সেনা প্রধান আরও বলেন, পাকিস্তান গত ৫০ বছরে ৫০ লাখ আফগানকে আশ্রয় দিয়েছে। কিন্তু যেসব আফগান পাকিস্তানের সন্তানদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাকিস্তান।

এছাড়া তিনি অভিযোগ করেন, বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তিনি শিক্ষার্থীদের আরও স্মরণ করিয়ে দেন, যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে তখন জাতিসংঘে তাদের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে একমাত্র বিরোধীতাকারী দেশ ছিল আফগানিস্তান।

শিক্ষার্থীদের তিনি বলেন, পাকিস্তানের মানুষ ইতিহাস পড়ে না। এ কারণে তারা অনেক কিছু জানতে পারে না।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের আরও বলেন, আফগানিস্তানকে তারা কোনো কিছুতে সহায়তা করবেন না।


২০২০ সালে আফগানিস্তানে তালেবানের নেতৃত্বাধীন সরকার পুনরায় ক্ষমতায় আসার পিছনে বড় অবদান রেখেছিল ইমরান খানের নেতৃত্বাধীন তৎকালীন পাকিস্তান সরকার ও দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআই। ইমরান খান ক্ষমতায় থাকা অবস্থায় পাকিস্তান ও আইএসআই-এর সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিলো তালেবান নেতৃত্বের।

কিন্তু ২০২২ সালের ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশ দুটির মধ্যে লাগাতার সম্পর্কের অবনতি হচ্ছে। পাকিস্তান দাবি করে আসছে তাদের দেশে হামলার ক্ষেত্রে আফগানিস্তানের মাটি ব্যবহার করছে সন্ত্রাসীরা। বিশেষ করে তেহ্‌রিকে তালেবান বা টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান সরকার।


পাকিস্তানের বর্তমান সেনা প্রধান জেনারেল আসিম মুনির আইএসআই-এর প্রধান থাকা অবস্থায় তালেবান ইস্যুতে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে মতবিরোধ হয়েছিলো বলে যানা যায়। পরবর্তীতে ইমরান খান জেনারেল আসিম মুনিরকে সরিয়ে জেনারেল ফয়েজ হামিদকে আইএসআই-এর প্রধান করেন। জেনারেল ফয়েজ হামিদের সাথে তালেবান নেতৃত্বের গভীর সুসম্পর্ক ছিলো বলে মনে করা হয়।

এছাড়াও ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পিছনেও তার আফগান নীতিকে অনেকে দায়ী মনে করেন। বিশেষ করে আফগানিস্তান থেকে পরাজিত হয়ে চলে যাওয়ার সময় পাকিস্তানে সেনা ঘাটি স্থাপন করতে চেয়েছিলো আমেরিকা। উদ্দেশ্য ছিলো তালেবানের ওপর নজরদারি করা। কিন্তু ইমরান খান সেই প্রস্তাবে রাজি হননি। তিনি Absolutely not বলে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এই ঘটনা ইমরানের ক্ষমতাচ্যুত্তির পিছনে বড় অবদান রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img