শুক্রবার, মে ৯, ২০২৫

পশ্চিম তীরে নতুন ৭ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরাইল

spot_imgspot_img

দখলকৃত পশ্চিম তীরে নতুন করে আবারো বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

এজন্য ইসরাইলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ কর্তৃক গঠিত ‘সেটেলমেন্ট ডিরেক্টরের’ সদস্যরা দেশটির সেনাবাহিনীর সাথে সংযুক্ত বেসামরিক প্রশাসনের সর্বোচ্চ পরিকল্পনা গ্রহনকারী কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। যার মূল আলোচ্য বিষয় দখলকৃত পশ্চিম তীরে নতুন করে ৭ হাজার বসতি স্থাপন করা।

ইসরাইলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট এক প্রতিবেদনে বলেছে, বেসামরিক প্রশাসনের সর্বোচ্চ পরিকল্পনা গ্রহনকারী কমিটির সাথে বৈঠকে বসতে ইসরাইলের রাজনৈতিক স্তরের অনুমতি প্রয়োজন। যা এখনো পর্যন্ত অনুমোদন করা হয়নি। তবে অনুমোদনের সর্বোচ্চ প্রচেষ্টা করছে তারা।

উল্লেখ্য, গত বছর উগ্রবাদী দলগুলোর সমন্বয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গঠিত হয় ইসরাইলের জোট সরকার। এরপর থেকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন নির্মাণ বেড়েই চলেছে।

যদিও জাতিসংঘের মতে এই ধরনের বসতি স্থাপন বেআইনি। বিভিন্ন সময়ে এই কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে তারা। তাদের দাবি ইসরাইলের এমন কর্মকাণ্ড দ্বি-রাষ্ট্রীয় সমাধান ক্ষুন্ন করবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img