বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

কারাগার থেকে মুক্তি পেলেন মির্জা ফখরুল-আমীর খসরু

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
দীর্ঘ সাড়ে তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ৩টা ৩৯ মিনিটের কেরাণীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ এই দুই নেতা।

কেরাণীগঞ্জ কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জামিনের কাগজপত্র পাওয়ার পর বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে মির্জা ফখরুল ও আমীর খসরুকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদের জামিন আদেশ দেন। এর আগে গত ৬ ফেব্রুয়ারি তাদের পক্ষে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলায় তাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ