পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের পর, মস্কো থেকে সস্তায় জ্বালানি কেনার বিষয়ে রাশিয়ার ‘সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) রসিয়া-১ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
পুতিন বলেন, “পশ্চিমারা ক্রমাগত বলেছিল যে রাশিয়া জ্বালানি সরবরাহ করে না, উল্টো সীমাবদ্ধ করে। প্রকৃতপক্ষে আমরা কোন কিছুই সীমাবদ্ধ করি না…আমরা সবকিছুই সরবরাহ করি। সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হয়ে তাই প্রমাণ করেছে তুরস্ক। এই জ্বালানি তুর্কস্ট্রিম পাইপলাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।”
তিনি আরো বলেন, “পশ্চিমারা আশা করেছিল মস্কো থেকে গ্যাস না কিনলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে। তবে এমন পরিকল্পনা রাশিয়ার পরিবর্তে উল্টো পশ্চিমের অর্থনীতিতে প্রভাব ফেলেছে।”
পুতিনের মতে, পশ্চিমাদের জ্বালানি নিষেধাজ্ঞার পর থেকে রাশিয়ার অর্থনীতি বৃদ্ধি করতে সক্ষম অন্যান্য খাতগুলো আগের থেকে বর্তমানে খুব দ্রুত প্রসারিত হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











