রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

পশ্চিমতীরের কাছে গুলিবিদ্ধ হয়ে দুই ইসরাইলী নিহত

অবরুদ্ধ পশ্চিম তীরের কাছে গুলিবিদ্ধ হয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দুই নাগরিক নিহত হয়েছে। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, পশ্চিমতীরের এলির বসতির কাছে এক হামলায় এই দু’জন নিহত হয়।

এমডিএর পরিচালক এলি বিন আর্মি রেডিওকে বলেন, ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। এমডিএর অনুসারে, আক্রান্তদের বয়স যথাক্রমে ২০ এবং ৪০ এর কোঠায়।

খবরে বলা হয়েছে, নিহতরা বসতির বাইরে একটি গ্যাস স্টেশনে গাড়িতে ছিলেন। তখন বন্দুকধারী এগিয়ে এসে গুলি চালায়।

আইডিএফ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন অস্ত্রধারী নিহত হয়েছে।

আইডিএফ আরও বলেছে, সৈন্যরা রাস্তা অবরোধ করছে এবং ওই এলাকায় আরও হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ