রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

মারা গেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরোনি

মারা গেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরোনি। ১৯৮৪ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দেশটির ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ব্রায়ান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ব্রায়ানের মেয়ে ক্যারোলিন মাররুনি এক অনলাইন বার্তায় জানিয়েছেন, পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ মৃত্যু হয়েছে তার। ওই সময় পরিবারের সদস্যদের দ্বারা বেষ্টিত ছিলেন ব্রায়ান মুলরোনি।

ব্রায়ানের মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক পোস্টে লিখেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর সংবাদে মর্মাহত। কানাডাকে কীভাবে আরও ভালো, আরও বসবাসযোগ্য স্থান করে তোলা যায় সেজন্য তিনি সবসময় কাজ করে গেছেন।

ট্রুডো বলেন, বছরের পর বছর ধরে তিনি আমাকে যে অন্তর্দৃষ্টিগুলি দিয়ে গেছেন, তা আমি কখনোই ভুলব না। তিনি ছিলেন উদার, ক্লান্তিহীন এবং অবিশ্বাস্যভাবে উৎসাহী।

উল্লেখ্য; গত বছরের আগস্টে ব্রায়ান মুলরোনির হার্টের অপারেশন হয়েছিল। এছাড় গত বছরের শেষ দিকে তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। ওই সময় থেকে ব্রায়ানের চিকিৎসা চলছিল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ