আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জাতির উদ্দেশে নিজের শেষ ভাষণ দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
ভাষণে তিনি বলেন, আমেরিকাতেও গণতন্ত্র ও স্বাধীনতা আজ আক্রমণের শিকার হয়েছে। পরিস্থিতি যা জটিল করে তুলেছে তা হলো, স্বাধীনতা ও গণতন্ত্র আজ দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রেই হুমকির মুখে রয়েছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জাতির উদ্দেশে নিজের শেষ ভাষণে তিনি এসব কথা বলেন।
বাইডেন বলেন, রিপাবলিকানরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নত হলেও , আমি মাথা নত করব না।
আমেরিকার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের কড়া সমালোচনাও করেন বাইডেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমেরিকারর নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্যদেশে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। ট্রাম্পের এই অবস্থানকে “বিপজ্জনক” ও “অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেন বাইডেন।
সূত্র: বিবিসি











