অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলীদের দখলদারিত্বকে স্পষ্ট “যুদ্ধাপরা “ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলতার তুর্ক।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের কাজ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের তৎপরতাকে ঝুঁকির মুখে ফেলছে।
ভলতার তুর্ক বলেন, সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলী বসতি স্থাপনের কাজ জোরেশোরেই এগিয়ে চলছে এবং এর পাশাপাশি নিষ্ঠুর যুদ্ধ চলছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজ্জায়।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন, দখল করে নেওয়া ভূখণ্ডে নতুন করে বসতি স্থাপন ও সম্প্রসারণ করে তা ইসরাইলের বেসামরিক নাগরিকদের দেওয়া হচ্ছে।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক প্রতিবেদনে ভলতার তুর্ক বলেন, এ ধরনের বসতি স্থাপন যুদ্ধাপরাধের নামান্তর এবং এ কাজে জড়িত লোকজনকে অপরাধপ্রবণ করে তুলতে পারে।
তিনি জানান, পশ্চিম তীরের মালে আদুমিম, ইফরাত ও কেদার এলাকার কলোনিগুলোতে আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে ইসরাইল তিন হাজার ৪৭৩টি বসতবাড়ি তৈরির পরিকল্পনা নিয়েছে।
এদিকে স্পেন একই সুরে বলেছে, তারা ইসরাইলী বসতি স্থাপনের কাজের তীব্র প্রতিবাদ জানায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৮ মার্চ) এক বিবৃতিতে বলে, এ ধরনের তৎপরতা দ্বি-জাতিভিত্তিক সমাধানের পথকে রুদ্ধ করে দেবে এবং শান্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
সূত্র : এএফপি











