আমেরিকায় পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে ঐতিহাসিক টাইমস স্কয়ারে তারাবির নামাজ আদায় করেছেন দেশটিতে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারাবি নামাজ শেষে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় বিধ্বস্ত ভুখণ্ড গাজ্জার বাসিন্দাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
গত রোববার (১০ মার্চ) রাতে প্রথম রোজার তারাবি নামাজে অংশ নেন কয়েক হাজার মুসল্লি।
এ ছাড়া আলাদাভাবে আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে আধা ঘণ্টার দূরত্বে অবস্থিত আমেরিকান রিলিজিয়াস সেন্টারেও প্রথম রোজার তারাবি নামাজ আদায় করা হয়। নামাজে মসজিদের ভেতর ও বাইরের প্রাঙ্গণ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। নামাজের পর সারা বিশ্বের মুসলিমদের জন্য, বিশেষ করে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের বোমাবর্ষণের কারণে মানবেতর জীবনযাপনকারী গাজাবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।
ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণ ও হামলায় এ পর্যন্ত গাজায় ৩১ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং সাড়ে ৭২ হাজার লোক আহত হয়েছে। ইসরাইলের চাপিয়ে দেওয়া এই যুদ্ধে গাজ্জায় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ব্যাপক ঘটনা ঘটেছে। এ ছাড়া খাদ্য, সুপেয় পানি এবং ওষুধের চরম সংকট দেখা দিয়েছে সেখানে। গাজ্জার ৬০ ভাগেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ইসরাইলী বাহিনীর বোমাবর্ষণে।











