রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

রোহিঙ্গা গ্রামে মিয়ানমার জান্তার বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

মিয়ানমারের মিনবিয়া শহরসহ বেশ কিছু এলাকায় সামরিক বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

স্থানীয় সময় সোমবার (১৯ মার্চ) এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান জাতিসংঘের এক মুখপাত্র।

বিবৃতিতে অ্যান্তোনিও গুতেরেস বলেন, রাখাইন রাজ্যে সংঘাতের বিস্তৃতি বাস্তুচ্যুতিই ঘটাচ্ছে শুধু। সেই সঙ্গে পূর্বে বিদ্যমান বৈষম্য ও অসহায়ত্বকে বাড়িয়েই তুলছে। এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক উত্তেজনাকে আরও উসকানি ঠেকাতে সবপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব।

প্রসঙ্গত, গত শুক্রবার মিনবিয়ার প্রায় ৫ কিলোমিটার উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম থার দারে একটি জঙ্গি বিমান থেকে বোমা নিক্ষেপ করলে ২৩ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ