রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

মে মাসে চীন সফর করবেন ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিন শি জিনপিংয়ের সাথে আলোচনার জন্য মে মাসে চীন সফর করবেন। এটা হবে পুতিনের নতুন প্রেসিডেন্ট মেয়াদের প্রথম বিদেশ সফর।

বিষয়টির সাথে পরিচিত পাঁচটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার পশ্চিমা সরকারগুলো পুতিনের পুনঃনির্বাচনকে অন্যায্য ও অগণতান্ত্রিক বলে নিন্দা জানিয়েছে। তবে চীন, ভারত ও উত্তর কোরিয়া প্রবীণ এই নেতাকে তার শাসনের মেয়াদ আরও ছয় বছর বাড়ানোর জন্য অভিনন্দন জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে পুতিন চীন সফর করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরও চারটি সূত্র স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

অন্য একটি সূত্র জানিয়েছে, পুতিনের চীন সফর সম্ভবত মে মাসের দ্বিতীয়ার্ধে হবে। দুটি সূত্র জানিয়েছে, শি’র পরিকল্পিত ইউরোপ সফরের আগেই পুতিনের এই সফর হবে।

রয়টার্স এ বিষয়ে জানতে চাইলে ক্রেমলিন জানায়, পুতিনের সফরের তথ্য তারিখের কাছাকাছি সময়ে প্রকাশ করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ