রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ষষ্ঠ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর আগ্রাসন শুরুর পর ষষ্ঠবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বুধবার (২০ মার্চ) সৌদি আরব অবতরণের মধ্য দিয়ে তার এই সফর শুরু হয়েছে। এরপর তিনি মিসর ও ইসরাইল সফর করবেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সৌদি আরব সফর শেষে বৃহস্পতিবার মিসর যাবেন ব্লিঙ্কেন। জেদ্দা ও কায়রোতে গাজ্জায় যুদ্ধ নিয়ে আরব নেতাদের সঙ্গে আলোচনার পর শুক্রবার তেল আবিবে তিনি অবস্থান করবেন।

গাজ্জা যুদ্ধ নিয়ে ইসরাইল ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপ ও নির্ধারিত সফরের মধ্যেই এই নতুন কূটনৈতিক উদ্যোগে নেমেছেন ব্লিঙ্কেন। সংঘাতের পরিস্থিতি ও ইসরায়েলি আক্রমণের পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, জিম্মিদের মুক্ত করার জন্য চলমান আলোচনা নিয়ে ইসরায়েল সরকারের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন ব্লিঙ্কেন। গাজ্জায় হামাসকে নির্মূলের প্রয়োজনীয়তা, রাফাতে বেসামরিকদের সুরক্ষা ও ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত না করা এবং ইসরায়েলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি আলোচনা করবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ