ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ নেতা মারওয়ান ইসাকে হত্যার দাবি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তিনি ডেপুটি কমান্ডার ছিলেন।
গাজ্জা উপত্যকায় চলতি মাসের মাঝামাঝিতে ইসরাইলী হামলায় তিনি শহীদ হন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের ডেপুটি মিলিটারি কমান্ডার মারওয়ান ইসা চলতি মাসের শুরুর দিকে ইসরাইলী হামলায় শহীদ হয়েছেন বলে ইসরাইলের সামরিক মুখপাত্র জানিয়েছেন। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৭ মার্চ) এক টেলিভিশন বিবৃতিতে ইসরায়েলের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, “আমরা সমস্ত গোয়েন্দা তথ্য যাচাই করেছি। প্রায় দুই সপ্তাহ আগে আমরা যে হামলা চালিয়েছিলাম তাতে মারওয়ান ইসাকে হত্যা করা হয়েছে।”
আমেরিকা অবশ্য গত সপ্তাহে ঘোষণা করে, ইসরাইলী হামলায় ইসা শহীদ হয়েছে, কিন্তু ইসরাইল মঙ্গলবারের আগ পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
সূত্র: আল জাজিরা











