রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

মেক্সিকোর উপকূলে নৌকা ডুবে ৮ অভিবাসীর মৃত্যু

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপকূলে নৌকা ডুবে ৮ অভিবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) নিহতরা স্পষ্টতই এশিয়ান বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ওসাকার প্রসিকিউটররা জানিয়েছেন, নৌকা ডুবির ঘটনায় একজন বেঁচে গেছেন। তিনি এশিয়ান। তাই প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিহতরা এশিয়ার বলে মনে হচ্ছে।

মেক্সিকো সীমান্তের প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত প্লেয়া ভিসেন্টে শহরের একটি সমুদ্র সৈকতের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। নৌকা ডুবির কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।

মেক্সিকো পেরিয়ে আমেরিকায় যাওয়ার জন্য এটি মূল রাস্তা। বেশিরভাগ অভিবাসী স্থলপথে যাতায়াত করেন। তবে কেউ কেউ মেক্সিকোর ভেতরে অভিবাসন চেকপয়েন্ট ফাঁকি দিতে সমুদ্রপথে যান।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ