মধ্য গাজ্জায় ত্রাণ বিতরণের সময় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বিমান হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ৫ কর্মী নিহত হয়েছে।
সোমবার ( ১ এপ্রিল) দেইর এল-বালাহতে তারা নিহত হয় বলে দাবি করেছে গাজ্জার সরকারি মিডিয়া অফিস।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গাজ্জায় নির্বিচার হত্যা বন্ধ করতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে ডব্লিউসিকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা শেফ জোসে আন্দ্রেস। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে নিজেদের সহকর্মী নিহতের ঘটনা নিশ্চিত করে তিনি বলেছেন, এই কর্মীরা এর আগে ইউক্রেন, তুরস্ক, মরক্কো, বাহামাস ও ইন্দোনেশিয়ায় কাজ করেছেন। তিনি তাদেরকে নিজের ভাই-বোন বলে উল্লেখ করেছেন। সেই সাথে খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জোসে আন্দ্রেস।
পাঁচজনের মধ্যে অস্ট্রেলিয়ান, পোলিশ, ব্রিটেন এবং ফিলিস্তিনি কর্মী ছিল বলে জানা গেছে। চতুর্থ কর্মীর মৃতদেহটি এমনভাবে ক্ষত-বিক্ষত হয়েছে যে তাকে চেনার উপায় নেই বলে জানিয়েছেন আল জাজিরার এক রিপোর্টার হিন্দ খুউদারি।











