রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় প্রায় ২ হাজার কোটি ডলারের অবকাঠামো ধ্বংস করেছে ইসরাইল: বিশ্ব ব্যাংক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার উপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনে ১,৮৫০ কোটি ডলারের অবকাঠামো ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

মঙ্গলবার (২ এপ্রিল) যৌথ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক ও জাতিসংঘ।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গত কয়েক মাস ধরে কার্পেট বোম্বিং চালিয়েছে। গত কয়েক মাসে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বোমা বর্ষণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ২০২২ সালে গাজ্জা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনের নাগরিকদের সম্মিলিত জিডিপি’র শতকরা ৯৭ ভাগের সমান।

বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের যৌথ এই প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকার অর্ধেকের বেশি মানুষ একেবারে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দখলদার ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে গাজ্জা উপত্যকার শতকরা ৭০ ভাগ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্ত হয়েছে।

এছাড়া, অর্থনীতির প্রতিটি সেক্টরে অবকাঠামোগত মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে শুধু ঘরবাড়ি ধ্বংসের কারণে শতকরা ৭০ ভাগ ক্ষয়ক্ষতি হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ