শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইরানের হামলার জবাব ইস্যুতে সিদ্ধান্ত নেবে শুধু ইসরাইল

ইরানে হামলার বিষয়ে এবার কড়া মন্তব্য করলেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, ইরানের সাম্প্রতিক হামলার জবাব কীভাবে ও কবে দেওয়া হবে— সে প্রসঙ্গে সিদ্ধান্ত নেবে কেবল ইসরাইল।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেনয়ামিন নেতানিয়াহু ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সঙ্গে এক বৈঠকে এ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।

বৈঠকে নেতানিয়াহু বলেন, আত্মরক্ষার অধিকার সবারই রয়েছে এবং আমি স্পষ্ট করে বলতে চাই যে (ইরান ইস্যুতে) পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে— সেই সিদ্ধান্ত শুধু ইসরাইল নেবে।

প্রসঙ্গত; ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের সঙ্গে চরম দ্বন্দ্ব রয়েছে ইরানের। সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলী বাহিনীর অভিযান শুরুর পর থেকে।

চলমান এই বৈরীতার মধ্যেই গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হন ১৩ জন। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা আইআরজিসি’র দুই জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদী এবং মোহাম্মদ হাদি হাজি রাহিমিও ছিলেন।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ