বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

শায়েখ মাহমুদ আফেন্দির উত্তরসূরি শায়েখ হাসান আফেন্দির ইন্তেকাল

ইন্তেকাল করলেন তুরস্কের শায়েখ মাহমুদ আফেন্দি (রহ.) এর উত্তরসূরি শায়েখ হাসান আফেন্দি।

সোমবার (২২ এপ্রিল) তুরস্কে এই ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি তুর্কি জনগণের কাছে ইসমাইলিয়া জামাত নামে পরিচিত সুন্নি আধ্যাত্মিক গোষ্ঠী ইসমাইল আগা হাসান কিলিচের প্রধান পীর ছিলেন।

২০২৩ সালের ২৩ জুন শায়েখ মাহমুদ আফেন্দির ইন্তেকাল হলে তিনি তুরস্কের প্রভাবশালী আধ্যাত্মিক গোষ্ঠীটির প্রধান আধ্যাত্মিক রাহবার ও খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন।

সূত্র: আখবারু তুর্কিয়া

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ