বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

২য় ধাপের নিষেধাজ্ঞায় ইসরাইলে সবধরণের আমদানি-রপ্তানি স্থগিত করলো তুরস্ক

গাজ্জায় গণহত্যা ও জাতিনিধন অব্যাহত রাখার প্রতিবাদে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ২য় ধাপের নিষেধাজ্ঞা কার্যকর করলো তুরস্ক।

বৃহস্পতিবার (২ মে) অবৈধ রাষ্ট্রটির সাথে সবধরণের আমদানি-রপ্তানি স্থগিত রাখার ঘোষণা দেয় দেশটি।

তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গাজ্জায় গণহত্যা ও জাতিনিধন অব্যাহত রাখার প্রতিবাদে গত ৯ এপ্রিল ইসরাইলে বিভিন্ন খাতের ৫৪টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক। কিন্তু তা সত্ত্বেও তুরস্ক লক্ষ্য করেছে যে, নেতানিয়াহুর সরকার ও প্রশাসন তাদের আগ্রাসী ও সহিংস কর্মকাণ্ড থেকে ফিরে আসেনি। বরং ইসরাইলী আগ্রাসনের ফলে এই সময়টিতে দখলকৃত ফিলিস্তিনের মানবিক পরিস্থিতির ভয়াবহ রকমের অবনতি ঘটেছে। হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা আরো বেড়ে চলেছে। আন্তর্জাতিক ও মানবাধিকার আইন লঙ্ঘন করে ১৫ হাজার শিশু সহ এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের হামলার জেরে আহতের সংখ্যা প্রায় ৭৮ হাজারে গিয়ে ঠেকেছে।

এছাড়া বলা হয়, ২০২৩ এর ৭ অক্টোবর নতুন করে শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিন সংকট, ধ্বংসযজ্ঞ ও জনসাধারণের মৃত্যু ঠেকাতে তুরস্ক তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। যুদ্ধের শুরু দিন থেকে স্থায়ী যুদ্ধবিরতি ও দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য সবধরণের কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়েছে। হাজার হাজার টন খাদ্য-বস্ত্র, স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রীর মানবিক সহায়তা নিয়ে গাজ্জায় ছুটে গিয়েছে। ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য খাত ভেঙে পড়ায় অসংখ্য ফিলিস্তিনিকে তুরস্ক ও মিশরে এনে চিকিৎসার ব্যবস্থা করেছে। কিন্তু ইসরাইল যুদ্ধ বন্ধের সবধরণের আন্তর্জাতিক প্রচেষ্টা উপেক্ষা করেছে। গাজ্জায় মানবিক সহায়তা প্রবেশে বাঁধা দিয়েছে। মানবিক সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদেরও তারা হত্যা করে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, গাজ্জায় অবাধ ও নিরবচ্ছিন্ন ভাবে মানবিক সহায়তা প্রবেশে বাঁধা তুলে না নেওয়া পর্যন্ত তুরস্ক তাদের নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে। ক্রমান্বয়ে কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের পথে হাটবে। তবে দখলদার রাষ্ট্রটির অধীনে বসবাসরত ফিলিস্তিনিরা যেনো এতে করে ক্ষতিগ্রস্ত না হোন তাই, ফিলিস্তিন অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া তুরস্ক ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা ও প্রাপ্য অধিকার ফিরে পেতে তাদের সমর্থন অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়, যেমনটি তারা এখন পর্যন্ত করে আসছে।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img

এই বিভাগের

spot_img