শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

আবারও জাতিসংঘ ত্রাণ সংস্থার প্রধানকে গাজ্জায় প্রবেশে বাধা দিল ইসরাইল

চলমান গাজ্জা যুদ্ধে জাতিংঘ ত্রাণ সংস্থার প্রধান জেনারেল ফিলিপ লাজারিনিকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (৬ মে) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান লারিজানি এক টুইটবার্তায় বলেন, ইসরাইল গত সপ্তাহে আমাকে দ্বিতীয়বারের মতো গাজ্জায় প্রবেশে বাধা দিয়েছে। অথচ আমার পরিকল্পনা ছিল, গাজ্জায় কর্মরত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কর্মীদের সাথে থাকা।

তিনি আরো বলেন, ইসরাইলের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল যে তারা মানবাধিকারকর্মীদের প্রবেশে বাধা দিয়েছে। এমনিভাবে তাদের কনভয়গুলোর উপরও হামলা করেছে। এখন সেটি আরো বৃদ্ধি পেয়েছে।

এ সময় তিনি উত্তর গাজ্জাসহ উপত্যকার বিভিন্ন স্থানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ