শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

মার্কিন ক্যাম্পাসে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে গ্রেফতার প্রায় ২৫০০

আমেরিকায় বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে মার্কিন প্রশাসন।

রোববার (৫ মে) সিএনএন জানিয়েছে, গত ১৮ এপ্রিল থেকে গ্রেফতারের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এদিকে, ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারের সংখ্যা ২ হাজার ৪০০ জনেরও বেশি।

ধারণা করা হচ্ছে, গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠানগুলো থেকে ইসরাইলবিরোধী বিক্ষোভ নতুন মাত্রা পেতে পারে। ফলে আগামীতে সংখ্যাটি আরো বাড়তে পারে। সেজন্য অব্যশ্য ক্যাম্পাসের কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিরাপত্তা যোগ করছেন। কোনো কোনো স্থানে সূচনা অনুষ্ঠানগুলোও সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ