বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামসুল হুদা; সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন ওয়াদুদ

রাজধানীতে জাতীয় লেখক পরিষদের কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টামণ্ডলী, অভিভাবক পরিষদ ও সাধারণ পরিষদ সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ২০২৪-২৬ সেশনের জন্য ৩১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২৪ মে) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এই কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সৈয়দ শামসুল হুদা সভাপতি, শাইখ উছমান গণী সহ-সভাপতি ও মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, মুফতী ওযায়ের আমীন, মাওলানা কামরুল হাসান রাহমানী ও লেখক পরিষদের উপদেষ্টা মাওলানা মনযূর আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শহীদুল ইসলাম ফারুকী। তিনি তার বক্তব্যে বিষয়ভিত্তিক বই অধ্যয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশেষ করে আবুল হাসান আলী নদভীর বই পড়তে বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কবি মাহমুদুল হাসান নিজামী, মুফতী আল-আমিন, মুফতী মুজিবুর রহমান কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন, ইশতিয়াক সিদ্দিকী, মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতী খন্দকার মুজাম্মিল হক, মাওলানা উবায়দুল্লাহ শাকির, মুফতী ইহসানুল হক, দীদার শফিক, খায়রুল বাশার, কামালুদ্দিন ফারুকী, হাফিজুল হক ফাইয়াজ, ওমর ফারুক মাসরুর, রফিকুল ইসলাম আইনি, নুর হোসাইন সবুজ, বিএম আমির জিহাদী ও হাবিব আনোয়ার প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img