শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলকে রাফায় হামলা বন্ধের নির্দেশ দিল আন্তর্জাতিক বিচার আদালত

দেরি না করে এই মুহূর্তে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে গাজ্জা উপত্যকার রাফাহ শহরে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই যুগান্তকারী রুলিংয়ের ফলে ইসরাইলের ওপর গাজ্জা যুদ্ধ বন্ধের জন্য যে আন্তর্জাতিক চাপ রয়েছে তা আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে।

রুলিংয়ে বলা হয়, ইসরাইলকে অবশ্যই রাফায় সামরিক আগ্রাসী অভিযান ও কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। ইসরাইলী আগ্রাসনের ফলে গাজ্জায় ফিলিস্তিনিদের জীবন নাশের পাশাপাশি ভৌত অবকাঠামোর যে ধ্বংসলীলা চলছে তার জন্য দায়ী দেশটি।

আজ শুক্রবার (২৪ মে) রুলিংয়ে আন্তর্জাতিক বিচার আদালত আরও জানায়, ইসরাইলকে অবশ্যই রাফাহ ক্রসিং খোলা রাখতে হবে যাতে সেখানে বাধাহীনভাবে মানবিক সাহায্যপণ্য পৌঁছানো যায়।

এছাড়া আইসিজের রুলিংয়ে অবিলম্বে ও কোনো শর্ত ছাড়াই হামাসের হাতে থাকা পণবন্দিদের মুক্তি দিতে বলা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ