শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় গণহত্যা চলছে : স্পেনের প্রতিরক্ষামন্ত্রী

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলস বলেছেন, গাজ্জায় যা ঘটছে তা প্রকৃত গণহত্যা এবং আমরা তাকে কোনভাবেই উপেক্ষা করতে পারি না।

শুক্রবার (২৪ মে) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে স্পেন সম্প্রতি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা ইসরাইলবিরোধী কোনো পদক্ষেপ নয় বরং অবরুদ্ধ এলাকায় চলমান সংঘাতের অবসান ঘটানোর পরিকল্পনা থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত অবিলম্বে রাফাহ শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন বন্ধের জন্য যে নির্দেশ দিয়েছে তা মান্য করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ